Barak Valley

মাতৃভাষা সুরক্ষা সমিতির করিমগঞ্জ জেলা কমিটির নেতাজি স্মরণ

করিমগঞ্জ : নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গত ২১ জানুয়ারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

২৮ জানুয়ারি প্রতিযোগী ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যামন্দির প্রাঙ্গণে৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মৌসুমী দাস৷ আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিমা শুক্রবৈদ্য, সুপ্রিয় দেব, ড. গীতা সাহা, গৌতম চৌধুরী৷ সঙ্গীত পরিবেশন করেন লাভলি দেব ও শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা৷ আবৃত্তি, কবিতা পাঠ করেন, শিবানি বিশ্বাস, প্রতীক্ষা নাথ, স্বস্তিকা শুক্লবৈদ্য৷ নেতাজিকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন ড. গীতা সাহা ও মৃত্যুঞ্জয় নাথ৷ সমবেত সঙ্গীত পরিবেশন করেন সৃষ্টি দাস, পঞ্চতপা নন্দী, সোনালী দাস, সংহিতা দেব, মৌমিতা কুরি এবং ইমন সূত্রধর৷ এক প্রেসবার্তায় এখবর জানানো হয়েছে ৷

Show More

Related Articles

Back to top button