Barak Valley

মাধবধামে বজরং দলের প্রান্ত শৌর্য প্রশিক্ষণ বর্গের সামপন

অখন্ড ভারতের স্বপ্ন সার্থক করার কাজে ব্রতী হবার আহ্বান

বদরপুর : বজরং দলের কাজকে সমাজের সর্বস্তরের যুব সমাজের মধ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন ত্যাগব্রতী আদর্শনিষ্ঠ কার্যকর্তার৷ যার মাধ্যমে দিকভ্রান্ত যুব সমাজকে সংগঠিত করে ভারত মাতাকে পরম বৈমবশালী করা৷ এই উদ্দেশ্যকে সফল করার জন্য গত ৪ ডিসেম্বর থেকে শ্রীগৌরীস্থিত মাধবধামে বজরং দলের ৭ দিনের প্রান্ত প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হয়েছে৷

রবিবার মাধবধামে বজরং দলের প্রান্ত প্রশিক্ষণ বর্গের সমারোপ অনুষ্ঠানে মুখ্যবক্তা হিসাবে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ-পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণ চন্দ্র মণ্ডল ও বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক নিরোজ ধন ধানেরিয়া এমনই মন্তব্য করেন, বলেন, হিন্দু সমাজকে জানতে হবে৷ ভারতভূমিকে সুসংগঠিত করতে হবে, স্বাভিমান জাগাতে হবে৷ যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাঁদের কথা জানতে হবে, তাঁদের কথা স্মরণ করে দেশকে রক্ষা করতে একত্রিত হতে হবে৷

এদিন অন্য বক্তারা বলেন, মাস্টারদা সূর্য সেনের সোনালি স্বপ্নকে সার্থক করতে হবে৷ হিন্দুরাই একমাত্র ভারতকে বাঁচাতে পারে৷ তিনি শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ৭ দিনের প্রশিক্ষণ শিবির থেকে নৈতিক শিক্ষা নিয়ে সবার কল্যাণে নিষ্ঠা সহকারে কাজ করতে হবে৷

প্রশিক্ষণ বর্গের সমাপনী অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়৷ এদিন শ্রীরাম, হনুমানজি ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বিশিষ্ঠজনেরা৷ এর আগে প্রশিক্ষণার্থীরা শারীরিক কার্যক্রম প্রদর্শন করে উপস্থিত সকলকে গুণমুগ্ধ করে তুলেন৷ এই প্রান্ত শৌর্য প্রশিক্ষণ বর্গের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা বিজেপি নেতা গৌতম গুপ্ত প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button