Barak ValleyEducation

মাধ্যমিকে নজরকাড়া সাফল্য আছিমগঞ্জ মদনি ও হোসাইনিয়া বাংলা অ্যাকাডেমির

এইচ এম আমির হোসেন : এবারের মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করল আছিমগঞ্জ মদনি বাংলা অ্যাকাডেমি। প্রথম বিভাগে ৪৪ জন, দ্বিতীয় বিভাগে ২১ জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ১ জন। ডিসটিংশন ৩ টি, স্টার মার্ক ৮ টি এবং লেটার এসেছে ৭৫ টি। শিক্ষক মোহাম্মদ মোসার মেয়ে জাকিরা ফিরদৌস ৯৬.৮৪ শতাংশ এবং আছদ্দর আলির মেয়ে মরিয়ম বেগম ৯৪.৬৭ শতাংশ মার্কস পেয়ে সেন্টার সেরা হয়েছে। পূর্বগুলের নজমুল হোসেনের মেয়ে সাহানা বেগম এবং মোস্তফা উদ্দিনের মেয়ে হাসিনা বেগমও লেটার মার্ক সহ প্রথম বিভাগে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে প্রশংসা কুড়িয়েছে।

এদিকে, হোসাইনিয়া বাংলা অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরাও আশানুরূপ ফলাফল করে পূর্বগুল গ্রামের মান উজ্জ্বল করেছে। প্রথম বিভাগে ৩ জন, দ্বিতীয় বিভাগে ১১ জন এবং তৃতীয় বিভাগে ১ জন উত্তীর্ণ হয়েছে। লেটার এসেছে ৬ টি। গ্রামীণ অঞ্চলের স্কুলের এই রেজাল্টে পূর্বগুল, পানিঘাট, মানিকপাড়া, টিলাগ্রাম, পাট্রাগ্রাম সহ বিভিন্ন এলাকার মানুষ বেজায় খুশি। বিশিষ্ট সংগঠক মাওলানা এটিএম জাকারিয়া কাসিমি কৃতিত্ব অর্জনকারী ওই স্কুলের শিক্ষকমন্ডলী সহ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button