Updates
করিমগঞ্জ থেকে ২৩ বাংলাদেশিকে গোয়ালপাড়া ট্রানজিট ক্যাম্পে প্রেরণ

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা কারাগার থেকে ২৩ জন জেলবন্দি বাংলাদেশি নাগরিককে পাঠানো হয়েছে গোয়ালপাড়া ট্রানজিট ক্যাম্পে। এর মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৪ শিশু। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্ত পুলিশের কড়া নিরাপত্তার মাধ্যমে করিমগঞ্জ থেকে তাঁদের নিয়ে যাত্রা করা হয় গোয়ালপাড়ার উদ্দেশ্যে।
করিমগঞ্জের জেল সুপার জানান, ভারত-বাংলাদেশ সীমান্ত জেলা করিমগঞ্জ সহ ত্রিপুরার বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন ওই সব বাংলাদেশি নাগরিক। এর পর পাসপোর্ট আইনে তাঁদের গ্রেফতার করা হয়। বাংলাদেশে তাঁদের ঠিকানা নিশ্চিত করা হয়েছে এবং এর মধ্যেই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান জেল সুপার।