মালুয়ায় আনন্দ মেলার উদ্বোধন করলেন বিশ্বরূপ
বদরপুর : বদরপুর থানা এলাকার মালুয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আনন্দমেলা৷ বুধবার সন্ধ্যায় ফিতা কেটে এই আনন্দমেলার উদ্বোধন করেন বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য৷ ফিতা কাটার পর নেতৃবৃন্দকে মঞ্চে ডেকে নিয়ে উত্তরীয় দিয়ে বরণ করা হয়৷
বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, মেলা দেখতে মানুষ আসে আনন্দ উপভোগ করার জন্য৷ তাই এখানে কোন ধরনের উশৃঙ্খলা চলবে না৷ এছাড়া অসামাজিক কার্যকলাপও চলতে দেওয়া হবে না৷ মেলা কমিটিকে এমনভাবে চলতে হবে, যাতে আগামীতে মেলার অনুমতি নিতে গিয়ে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়৷
একইভাবে বক্তব্য রাখেন শ্রীগৌরী মণ্ডল বিজেপির সভাপতি রূপন কুমার পাল৷ তিনি তার বক্তব্যে মেলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিশ্বরূপ ভট্টাচার্যের প্রশংসা করেন৷ তিনি মেলাকে সুন্দরভাবে পরিচালনা করতে সবার সহযোগিতা কামনা করেন৷ সংগ্রামী নেতা ডা. নিলয় কান্তি পাল তার এলাকায় এধরনের মেলার আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন৷
বক্তব্য রাখেন মেলা কমিটির সম্পাদক জয়দীপ চৌধুরী, সভাপতি লিটন ধর, এজিপি নেতা আব্দুল গফফার তালুকদার প্রমুখ৷ প্রত্যেকেই এই মেলা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন৷