North-East

মিজোরামে ড্রাগস সহ গ্রেফতার করিমগঞ্জের দুই

আইজল : মিজোরামে ড্রাগস সহ গ্রেফতার করা হয়েছে করিমগঞ্জের দুই ড্রাগস মাফিয়াকে। বিপুল পরিমাণের ড্রাগস সহ দুজনের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ বুধবার আদালতে তোলা হয়। আদালত উভয়কে জেল হাজতে পাঠিয়েছে। ধৃত দুজনকে করিমগঞ্জের দাসগ্রাম এলাকার ইকবাল হুসেন (২১) এবং সায়াদ উদ্দিন (২৭) বলে পরিচয় পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে সেরচিপ জেলার পূর্ব লুংদার এলাকায় উত্তর ভানলাইপাই থানার পুলিশ আটক করে এএস ১১ ডব্লিউ ৫৬৯৭ নম্বরের অল্টো কার। ওই গাড়িতে পুলিশ তালাশি চালিয়ে উদ্ধার করে ৩৯টি সাবান ক্যাসে ৫৪৮.১৫ গ্রাম হেরোইন ও ৫০ হাজার মেথামফেটামাইন ট্যাবলেট। আল্টো কার সহ ধৃতদের মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

Show More

Related Articles

Back to top button