Barak Valley
কাল হাইলাকান্দিতেও যোগব্যায়াম শিবির

জনসংযোগ, হাইলাকান্দি, ১৯ জুন : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগ বুধবার নবম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। এই উপলক্ষে বুধবার ভোর ছয়টায় হাইলাকান্দি টাউন হলে যোগব্যায়াম শিবিরের আয়োজন করা হয়েছে। এতে জেলার সব সরকারি আধিকারিক এবং কর্মচারীদেরকে উপস্থিত থাকতে প্রশাসন থেকে জেলার সব শীর্ষ অধিকারীকদের কাছে এক চিঠি পাঠানো হয়েছে সোমবার।।