Updates

মিশন রঞ্জনকে সমর্থন করায় দুষ্কৃতী হামলার শিকার

করিমগঞ্জ : মিশন রঞ্জন দাসকে সমর্থন করায় দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছেন ইছবল আলি নামের এক ব্যক্তি৷ তাঁর বাড়ির সামনে আতসবাজি ফুটিয়েছে কিছু সংখ্যক ব্যক্তি৷ এ নিয়ে সদর থানায় এজাহারা দিয়েছেন ইছবর৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে বড় পুরাহুরিয়া এলাকায়৷ ইছবরের মন্তব্য, এবারের নির্বাচনে তাঁরা মিশন রঞ্জন দাসকে প্রার্থী করার দাবি তুলেছিলেন৷ তাঁকে টিকেট দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্রও দিয়েছিলেন৷ মিশনের পক্ষে কথা না বলার জন্য তাঁকে শাসানিও দেওয়া হয়৷ ফলে মিশনবাবু টিকিট বঞ্চিত হওয়া মাত্রই তাঁর বাড়িতে হামলা শুরু হয়৷ এ নিয়ে থানায় এজাহার দিয়েছেন বলে জানান ইছবর৷

Show More

Related Articles

Back to top button