মুখ্যমন্ত্রীর করিমগঞ্জ সফর নিয়ে জেলা প্রশাসনের পর্যালোচনা সভা
করিমগঞ্জ : ১ মার্চ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ সফরে আসছেন৷ সেই সফরের কার্যসূচির সফল বাস্তবায়নে বুধবার জেলা আয়ুক্তের কার্যালয়ের সভা কক্ষে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে প্রশাসনিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান ও রাজনৈতিক দলের কর্মকর্তাদের নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় রামকৃষ্ণনগরে নির্মিত হতে যাওয়া করিমগঞ্জ মেডিক্যাল কলেজের মুখ্যমন্ত্রীর ভূমিপূজা সহ বিকাশ যাত্রার অধীনে জেলার পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, জলসেচ, জলসম্পদ, শিক্ষা ইত্যাদি বিভাগের ৮১টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের সফল বাস্তবায়ন নিয়ে জেলা আয়ুক্ত প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ দেন৷
এদিনের সভায় ডিডিসি দীপক জিতুং, জেলা পরিষদের সিইও রুথ লিয়ানথাং, এডিসি ধ্রুবজ্যোতি দেব, এসডিও সদর অমিত পারবোসা, সংশ্লিষ্ট বিভাগের জেলা প্রধান, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ রাজনৈতিক দলের জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷