Barak Valley

মুখ্যমন্ত্রীর জন্যই অনেক বেশি প্রকল্প পেয়েছি, দাবি সিদ্দেকের

রামকৃষ্ণনগর : “অসুস্থতার জন্য ভালভাবে চলাফেরা করতে, এমনকী বসতে পারি না৷ তবে দক্ষিণ করিমগঞ্জের জনগণের ভালোবাসা ও আশীর্বাদে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি৷ তাছাড়া মুখ্যমন্ত্রীর নেকনজরে থাকায় অন্যান্য বিধায়ক থেকে বেশি প্রকল্প নিয়ে আসতে পেরেছি” — দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ৷

বৃহস্পতিবার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাজারঘাট-গোবিন্দগঞ্জ-ফাকুয়া সড়কের কাজের ফলক উম্মোচন করেন তিনি৷ এদিন তিনি প্রায় সাড়ে ৫ কোটি টাকার কাজের উদ্বোধন করেন এদিন৷ পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সিদ্দেক তাঁর অসুস্থতার কথা তুলে ধরেন৷ বলেন, দুরারোগ্য ব্যাধির জন্য শারীরিক সমস্যা রয়েছে৷ এরপরও দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছি৷

তিনি বলেন, রাস্তাঘাটের কাজ মূলত ডিসেম্বর থেকে শুরু হয়৷ কিন্তু তখনই রোগ ধরা পড়ায় প্রতি সপ্তাহে বাইরে যেতে হয়েছে৷ এখন কিছুটা সুস্থ অনুভব করছেন বলে জানান তিনি৷ সিদ্দেক আরও বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার পুরনো সম্পর্ক রয়েছে৷ ফলে শাসকদলের বিধায়ক থেকেও বেশি প্রকল্প আনতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি৷

বিধায়ক বলেন, ১৫ বছরে তিনি দক্ষিণ করিমগঞ্জের বেশিরভাগ রাস্তা পাকাকরণের কাজ সম্পূর্ণ করেছেন৷ বাদবাকি রাস্তার জন্য অর্থও বরাদ্দ করেছেন৷ তিনি আশা করেন, শরীর সুস্থ থাকলে বর্তমান কার্যকালে রাস্তাঘাটের সমস্যার সমাধান করবেন৷

Show More

Related Articles

Back to top button