Updates

মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে অসম আজ ড্রাগস মুক্ত হওয়ার পথে : কৃষ্ণেন্দু

করিমগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি : ‘হিমন্তবিশ্ব শর্মা সত্যিকার অর্থে একজন শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী৷ তাঁর দুরদর্শিতা এবং বিচক্ষণ রাজনীতির জন্যেই আজ অসম উন্নয়নশীল৷ রাজ্য থেকে উন্নত রাজ্য হওয়ার পথে’ এই মন্তব্য করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷

তিনি বলেন, আগামীকাল বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী৷ বহু প্রতীক্ষিত মেডিক্যাল কলেজের ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নেবেন৷ এটা আমাদের জেলার জন্য গর্বের বিষয়৷ বরাক উপত্যকার উন্নয়নের ক্ষেত্রে আমরা সময়ে সময়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখে আসছি৷ তিনি কখনোই বরাকের সঙ্গে বৈষম্য করেন না৷

কথা দিয়েছিলেন মেডিক্যাল কলেজ দেবেন, কার্যত করে দেখালেন৷ এবার পাথারকান্দিবাসীর দীর্ঘদিনের কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন শীঘ্রই সাকার হওয়ার পথে আশা প্রকাশ করে কৃষ্ণেন্দু বলেন, আজ রাজ্যের কোথাও কোন হিংসা নেই, সর্বত্র উন্নয়নের বন্যা বইছে৷ বলেন, একদিকে যেমন উন্নয়নমূলক করে যাচ্ছেন, ঠিক অন্যদিকে সমাজ সংস্কারমূলক কাজ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন৷ মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে অসম আজ ড্রাগস মুক্ত হওয়ার পথে৷

কৃষ্ণেন্দু বলেন, পাথারকান্দি অঞ্চল থেকেই ড্রাগস বিরোধী অভিযান শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে৷ আজ রাজ্যের স্থানে স্থানে নেশা কারবারিদের ধরে জেলে পাঠানো হচ্ছে৷ কোটি কোটি টাকার নেশার কালোবাজারে প্রতিদিন পুলিশের থাবা বসছে৷ আজ যুব সমাজকে নেশার কবল থেকে বাঁচাতে মুখ্যমন্ত্রী যেসব পদক্ষেপ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়৷ এমন দৃষ্টান্ত বিরল৷

শুধু তাই নয়, সমাজ থেকে বাল্যবিবাহ বন্ধ করা, মুসলিম মেয়েদের শিক্ষা-দীক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যেসব পদক্ষেপ নিয়েছেন তার তুলনা নেই৷

তিনি বলেন, আজ করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে রাস্তাঘাটের হাল ফিরছে৷ গ্রামেগঞ্জে সমানতালে উন্নয়নের জোয়ার বইছে৷ এই উন্নয়নের জোয়ার দেখে বিরোধীরা দিশেহারা হয়ে গেছে৷ আসন্ন লোকসভা নির্বাচনে কাজের নিরিখে জনতা বিজেপির পক্ষেই ভোট দেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন বিধায়ক কৃষ্ণেন্দু৷

Show More

Related Articles

Back to top button