মুখ্যমন্ত্রীর সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখলেন কৃষ্ণেন্দু
ইছাবিল : দলীয় প্রার্থী কৃপানাথ মালার পক্ষে প্রচারে শনিবার পাথারকান্দি আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ তার আগে আজ সরজমিনে গিয়ে মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতির তদারকি করলেন সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ পাথারকান্দি সমষ্ঠির ইছাবিল চা বাগানের খেলার মাঠে মুখ্যমন্ত্রী নির্বাচনি জনসভায় উপস্থিত হয়ে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার চালাবেন৷ এই জনসভাকে ঘিরে পাথারকান্দি ও লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি নেতা-কর্মীদের চরম ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে৷ চলছে বিশাল আয়োজন৷ রাত-দিন এক করে মুখ্যমন্ত্রীর জনসভাকে সফল করে তুলতে মাঠে নেমে পড়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ বিজেপির বিভিন্ন স্তরের কর্মীরা৷ ইতিমধ্যে মঞ্চ তৈরীর কাজ প্রায় সম্পন্ন৷ মঞ্চের পাশেই গড়ে তোলা হচ্ছে অস্থায়ী হ্যালিপেড৷ মুখ্যমন্ত্রীর এই সভাকে সফল করতে পাথারকান্দি ও লোয়াইরপোয়া মণ্ডলের কার্যকর্তারা কোনও খামতি রাখতে চাইছেন না৷ দলের পক্ষে জনসভায় উপস্থিতির টার্গেট ৩০ হাজার৷ সভাকে সফল করে তুলতে পাথারকান্দিবাসীর সহযোগিতা কামনা করছেন বিধায়ক৷