Barak Valley

মৈনা জিপিতে রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক সিদ্দেক

নিলামবাজার : মৈনা জিপিতে রাস্তার কাজের ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ৷ শুক্রবার পাথারকান্দি ব্লকের আওতাধীন সবক’টি জিপি সচিব অ্যাক্রিডেটেড ইঞ্জিনিয়ার ও বিডিওকে নিয়ে বারইগ্রামে এক জরুরী বৈঠকে বসেন দক্ষিণ করিগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ৷ বৈঠকে সবক’টি জিপির উন্নয়নমূলক যোজনার কাজের তথ্য খতিয়ে দেখেন বিধায়ক৷

ডিলিমিটেশনের আওতায় নতুন করে আসা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফরিদকোণা, আছিমগঞ্জ, কানাইবাজার, জোড়বাড়ি-ডেফলআলা, কাবাড়িবন্ধ ছাড়াও মৈনা, বান্দরকোণা, ধলছড়া, বারইগ্রাম, ইলাসপুর এই ১০টি জিপির জিপি সচিব ও অ্যাক্রিডেটেড ইঞ্জিনিয়ারদের কাছ থেকে প্রতিটি জিপির সরকারি যোজনার কাজের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন৷ পঞ্চায়েতের কাজে কোনও ধরনের গাফিলতি না করে চলতি যোজনাগুলো দ্রুত বাস্তবায়নে জিপি সচিব ও ইঞ্জিনিয়ারদের কড়া নির্দেশ দেন তিনি৷

এদিন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের মৈনা জিপিতে মনরেগা যোজনার প্রায় ২০ লক্ষ টাকা ব্যায়ে জঙ্গলারটুক জামে মসজিদ থেকে কোণাগ্রাম বাইপাস পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন সিদ্দেক৷ তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ করিমগঞ্জ ব্লকের আওতাধীন জিপিগুলোর কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন৷ ব্লকের বিডিও, জিপি সচিব ও অ্যাক্রিডেটেড ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করে সরকারি যোজনাগুলো দ্রুত বাস্তবায়নের বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি৷

Show More

Related Articles

Back to top button