Barak Valley

মোটর চালক সমিতির চাকা বনধ সফল করিমগঞ্জে

করিমগঞ্জ : মোটর চালক সমিতির চাকা বনধ সফল হয়েছে দক্ষিণ অসমের করিমগঞ্জে । ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ এর বিরোধিতায় ডাকা চাকা বনধে সফল করতে এদিন সকাল থেকে মাঠে নামেন পিকেটাররা । শহরের প্রধান প্রধান প্রবেশ পথ গুলিতে অবরোধ গড়ে তোলেন বনধ সমর্থকরা । জাতীয় সড়কের উপর গাড়ি চলাচল করতে বাধা দেয় বনধ সমর্থনকারীরা । জরুরি পরিষেবা, গুনুত্‍সবের দায়িত্বে থাকা পরীক্ষক সহ ছাত্র ছাত্রীদের বাহন ছাড়া বাকি সব ধরনের বাহন আটকে দেওয়া হয় । চাকা বনধে সকাল থেকেই প্রায় শুনশান ছিল শহর করিমগঞ্জ ।

এদিকে বনধে যে ভাবে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন তাতে খুশি করিমগঞ্জ মোটর চালক সমিতির কর্মকর্তারা । বনধ প্রসঙ্গে চালক সমিতির সভাপতি বলেন, অন্যান্য স্থানে ৪৮ ঘন্টার চাকা বনধ ডাকা হলে করিমগঞ্জে ২৪ ঘন্টার বনধ আহবান করা হয়েছে এবং তা একশ শতাংশ সফল হয়েছে । চালক ডাকা বনধে পূর্ণ সমর্থন ছিল বিভিন্ন দল-সংঘটনের । তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে কেউ দুর্ঘটনায় করে না । আচমকা ঘটে যাওয়া দুর্ঘটনার ফলে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে সেটা একপ্রকার অত্যাচার। কেননা যে ট্রাক বা বাস চালকের ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার ক্ষমতা থাকবে সেই ব্যক্তি গাড়ি চালাবে কেন। এর প্রয়োজনই নেই। এই অবস্থায় অবিলম্বে নতুন আইন প্রত্যাহার করা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সভাপতি বিক্ষোভকারীরা ।

Show More

Related Articles

Back to top button