Barak Valley

ম্যাডিকেলে প্রসূতি বিভাগ থেকে সদ্যোজাত চুরির চেষ্টা, আটক ৩

শিলচর : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার গভীর রাতে প্রসূতি বিভাগে মায়ের কোল থেকে সদ্যোজাতকে কেড়ে নেওয়ার চেষ্টার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ খবর পেয়ে পুলিশ পৌঁছে ওই ঘটনার জড়িত ২ মহিলা ও ১ যুবককে আটক করে৷ তবে ঘটনার পর এজাহার জমা পরলেও রেজিস্টার্ড হয়নি বলে ঘুংগুর পুলিশ জানিয়েছে৷ এজাহার রেজিস্টার্ড করার জন্য সদর থানায় পাঠানো হয়েছে৷

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে প্রসূতি বিভাগে ২ মহিলা গিয়ে ঢুকে৷ জন্মধাত্রী মা প্রিয়াঙ্কা দাসের কোলে ছিল সদ্যোজাত শিশু৷ তাঁর কাছ থেকে শিশুটিকে দুধ খাওয়কনোর কথা বলে কেড়ে নিয়ে যেতে চাইছিল ওই ২ মহিলা৷ ঘটনাকে কেন্দ্র করে চিৎকার-চেঁচামিতে লোকজন জমা হয়ে ২ মহিলাকে ধরে ফেলেন৷ ২ মহিলার জবানবন্দিতে ১ যূবককেও আটক করে পুলিশ৷ রাতেই তাদের থানায় নিয়ে যাওয়া হয়৷

বেসরকারি কর্মী নিরাপত্তায় থাকা সত্ত্বেও এমন ঘটনায় চাঞ্চল্য দেখা দেয়৷ নবজাতকের মা প্রিয়াঙ্কা দাস জানান, শিশুটির জন্মের মাত্র ৫ দিন হয়েছে৷ মেডিক্যালের ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন৷

Show More

Related Articles

Back to top button