যানজট সমস্যা সমাধানের দাবিতে করিমগঞ্জে ই-রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের ধরনা
করিমগঞ্জ : করিমগঞ্জ শহরে যানজটের এক বিরাট সমস্যা দেখা দিয়েছে৷ একদিকে প্রতিদিন নতুন যানবাহন রাস্তায় নামছে৷ অনেক চেষ্টা করেও করিমগঞ্জ শহরের যানজটের সমস্যা সমাধান করতে ব্যর্থ করিমগঞ্জ পুলিশ৷ করিমগঞ্জের যানজটের জন্য অনেকটা দায়ী পৌরসভা ও পুলিশ প্রশাসন বলে মনে করে করিমগঞ্জ ই-রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন৷ কেন না করিমগঞ্জ শহরে অসংখ্য ই-রিক্সা ও অটো রিকশা চলাচল করে যেগুলো গ্রামগঞ্জের এবং অনেক ই-রিক্সা বিনা রেজিস্ট্রেশনে শহরে ঘুরে বেড়াচ্ছে৷ অথচ সেসব ই-রিক্সাগুলো ধরপাকড় হয় না৷ একইভাবে ট্রাফিক আইন লঙ্ঘন করে দিনের বেলা ট্রাক শহরে প্রবেশ করে৷ এ সব নিয়ন্ত্রণের দাবিতে সোমবার ধর্ণা মঞ্চে ১ ঘন্টা ধর্ণা কার্যসূচি পালন করে করিমগঞ্জ ই-রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন৷ এদিন জেলা ও পুলিশ প্রশাসনের নিকট পৃথকভাবে স্মারক পত্র প্রদান করা হয়৷
করিমগঞ্জ ই-রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ধীরাজ ভট্টাচার্য বলেন, করিমগঞ্জ শহরে যানজট নিয়ন্ত্রণে আনতে আমরা বারবার দাবি জানিয়েছি৷ শহরে অবৈধভাবে যানবাহন চলাচল করে৷ ট্রাফিক আইন লঙ্ঘন করে শহরে বড়বড় ট্রাক প্রবেশ করে৷ কিন্তু পুলিশ তাদের আটকায় না৷ পুলিশ দেখেও না দেখার ভান করে৷ এতে সাধারণ মানুষ বিপদের মুখে পড়েছেন৷ তাই এবার জেলা ও পুলিশ প্রশাসনকে বিনম্র অনুরোধ জানাচ্ছি গ্রামগঞ্জের ই-রিকশা ও অটো রিকশা গুলো শহরে চলাচল করতে না দেওয়া এবং সেগুলো আটক করে নেওয়া৷ রেজিস্ট্রেশন ছাড়া যেসব ই-রিকশা গুলো শহরে চলাচল করে সেগুলোকে ধরপাকড়ের করার দাবি জানান৷
বলেন, যদি এবার কাজ না হয় তাহলে করিমগঞ্জ ই-রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন নিজের দায়িত্বে কাজ করবে তখন যদি কোনও সমস্যা দেখা দেয় তাহলে এরজন্য অ্যাসোসিয়েশন দায়ী থাকবে না বলে তিনি জানান৷