যানজোটে জেরবার করিমগঞ্জ শহর, ট্রাফিক বিভাগের নীরবতায় অসন্তোষ
করিমগঞ্জ : প্রতিদিন যানজট সমস্যা বাড়ছে করিমগঞ্জ শহরে৷ যার ফলে জেরবার হচ্ছেন জনসাধারণ৷ বিষয়টি নিয়ে কোন কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ পুলিশ বিভাগ৷ করিমগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পরীক্ষা৷ এই পরীক্ষার মরশুমে সোমবার তীব্র যানজটের জন্য ছাত্র-শিক্ষকদের সমস্যায় পড়তে হয়৷ এদিন সরকারি স্কুল সংলগ্ন PWD point থেকে বিশাল যানজট পরিলক্ষিত হয় করিমগঞ্জ-সুতারকান্দি জাতীয় সড়কে৷ অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থার জন্য স্কুল পড়ুয়া সহ জনসাধারণকে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় যানজটে৷
উল্লেখ্য, যানজট নিরসনে কিছুদিন আগে PWD point-এ duty-তে দেওয়া হয়েছিল একজন পুলিশ কনস্টেবলকে৷ কিন্তু হঠাৎ করে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় তাকে৷ ফলে এই জায়গায় প্রতিনিয়ত যানজট লেগেই আছে৷ সোমবার তীব্র যানজটের জন্য বহু সময় ধরে জনগণ সমস্যা পোহালেও কোনও পুলিশ কর্মীর দেখা মেলেনি৷ এই অভিযোগ করেন ভুক্তভোগীরা৷
এদিন শহরের স্টেশন রোড এলাকাতেও জনগণ যানজটের জন্য ফ্যাসাদে পড়েন৷ দুই জায়াগাতেই যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ব্যর্থতা ধরা পড়ে৷ করিমগঞ্জ শহরের রাস্তা যথেষ্ট সরু৷ তুলনামূলক ভাবে যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় যানজট বাড়ছে৷ অন্যদিকে প্রয়োজনের তুলনায় বেশি ই-রিকশা শহরে শুধু যানজট নয় দুর্ঘটনার প্রবণতা বাড়িয়ে দিয়েছে৷
উল্লেখ্য, যানজট সমস্যা নিরসনে ই-রিকশা চলাচলে লাগাম টানতে পৌরপতি রবীন্দ্র দেব গত বছর জেলঅ আয়ুক্ত ও পুলিশ সুপারের কাছে স্মারকপত্র দেওয়া সত্বেও কোনও কাজ হয়নি৷
করিমগঞ্জে ট্রাফিক পুলিশ ততটা সক্রিয় না থাকায় সমস্যা আরও বাড়ছে বলে অভিযোগ উঠেছে৷ অনেকেন মতে ট্রাফিক বিভাগ এখন মোটরসাইকেল সহ অন্য বাহনের চালকদের চালান কাটতেই ব্যস্ত৷ করিমগঞ্জ শহরের প্রায় সবগুলো ফুটপাত রয়েছে ব্যবসায়ীদের দখলে৷ যার ফলে বিপাকে পথচারীরা৷ এনিয়ে পৌরপতির হস্তক্ষেপ কামনা করা হয়েছে৷