গুয়াহাটি, ১৪ অক্টোবর : যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ভারত সরকারের বদান্যতায় অসমের পাঁচ শিক্ষার্থী পৌঁছলেন বাড়ি। অপারেশন অজয়-এর অধীনে ইজরায়েল থেকে দ্বিতীয় বিশেষ ফ্লাইটে যে ২৩৫ জন ভারতীয় এসেছেন তাঁদের মধ্যে অসমের এই পাঁচজনও ছিলেন।
আজ শনিবার অসমের মন্ত্রী রঞ্জিত কুমার দাস তাঁর এক্স হ্যান্ডেলে এ খবর দিয়ে লিখেছেন, ‘যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে ফিরে আসা তিন ছাত্রের সাথে টেলিফোনে কথা হয়েছে। তাঁরা ভারতীয় জনগণের সুরক্ষার প্রতিশ্রুতিবদ্ধতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।’
মন্ত্রী জানান, অসমের মোট পাঁচ ছাত্র যথাক্রমে সুরজিত্ কলিতা, বিবেক ছেত্রী, প্রীতম শর্মা, নাজিহা তারান্নাম, এবং দেবজিতকে রাজ্যে স্বাগত জানানো হয়েছে।