যোগাসন সেন্টারের ত্রাণ বিতরণ
করিমগঞ্জ : ১০ম আন্তর্জাতিক যোগ দিবসে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি করিমগঞ্জ যোগাসন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে শহরের বিভিন্ন ত্রাণ শিবিরে বন্যায় আশ্রিতদের বিভিন্ন সামগ্রী বিতরণ করেন৷ নগেন্দ্রনাথ মধ্যবঙ্গ বিদ্যালয়ে আশ্রিত প্রায় ৫০ পরিবার, পাবলিক উচ্চ মাধ্যমিক স্কুলে ১২০ পরিবার এবং রামকৃষ্ণ বিদ্যানিকেতন ও সুভাষনগর স্কুলে প্রায় ৯০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়৷ যোগাসন ট্রেনিং সেন্টারের কর্ণধার সঞ্জীব দাস, জেলা কারাগারের যোগ প্রশিক্ষক কাজল শুক্ল, যোগ প্রশিক্ষক রঞ্জিত বৈদ্য, সমাজসেবী বিশ্বদীপ দাস সহ ট্রেনিং সেন্টারের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা এদিন সামগ্রী গুলো তুলে দেন৷ যোগাসন ট্রেনিং সেন্টারের কর্ণধার সঞ্জীব দাস বলেন, ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন৷ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে৷ ফলে সবার এগিয়ে এসে বন্যা পীড়িতদের সহযোগিতা করা আবশ্যক বলে মত ব্যক্ত করেন৷