রবিবারের সাহিত্য আড্ডার বিজয়া সম্মেলন
করিমগঞ্জ : পাঁচমিশেলি কর্মসূচি৷ প্রতিটি কর্মসূচি চুটিয়ে উপভোগ করেন দর্শক-শ্রোতারা৷ তাইতো অনুষ্ঠান সার্থক হয়ে উঠে সবার আন্তরিক প্রয়াসে৷
যেহেতু দুর্গাপূজার পরক্ষণে বহু সাংস্কৃতিক সংগঠন, ক্লাব ইত্যাদি বিজয়া সম্মেলন আয়োজনে তৎপর হয়৷ উদ্দেশ্য একে-অন্যে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংস্কৃতিমনস্ক লোকদের হৃদয়ে বাড়তি আনন্দ দান করা৷ এমনই সুন্দর ও সাবলীল অনুষ্ঠান আয়োজন করে করিমগঞ্জের সুপ্রতিষ্ঠিত সংগঠন রবিবারের সাহিত্য আড্ডা৷
স্বরচিত কবিতা আবৃত্তিতে আনন্দ দেন প্রবীণ শিল্পী গীতা মুখার্জী৷ সংগঠনের প্রবীণ কর্মকর্তা বিনোদলাল চক্রবর্তীর সভাপতিত্বে ভিন্ন কর্মসূচিতে অন্যান্য শিল্পীদের নিবেদন সবার হৃদয় নাড়িয়ে দেয়৷ এদিনের কর্মসূচিতে নীলাঞ্জনা মোদকের বিশেষ নৃত্যানুষ্ঠান সবার মনে বাড়তি আনন্দ দেয়৷ অনিন্দিতা চক্রবর্তী শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পুজোর ওপর বিশেষ কবিতা আবৃত্তি করেন৷ বিজয়ার শুভেচ্ছা জানান কবি-সাহিত্যিক শিখা দাশগুপ্ত৷
শুরুতে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি ‘আগুনের পরশমণি’ গানটি সমবেতভাবে পরিবেশন করেন শিল্পীরা৷ বিজয়া সম্মেলনের আয়োজন নিয়ে আলোকপাত করেন ড. গীতা মুখার্জী, গৌতম চৌধুরী ও নারায়ণ মোদক৷ ড. গীতা সাহা খুব সুন্দরভাবে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বাঙালির জাতীয় উৎসব দুর্গাপূজা নিয়ে বক্তব্য রাখেন৷ পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেন বর্তমানে মা দুর্গার বিসর্জনে যে ভাবে বাঙালি ঐতিহ্য সংস্কৃতি লোপ পেয়েছে ও অপসংস্কৃতির আমদানি হয়েছে তা নিয়ে৷ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আয়োজক কর্মকর্তা নারায়ণ মোদক৷