Barak Valley

রবিবারের সাহিত্য আড্ডার কবিতা দিবস

করিমগঞ্জ : রবিবারের সাহিত্য আড্ডা, করিমগঞ্জের উদ্যোগে শিক্ষক ভবনে ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস পালিত হল৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন আমন্ত্রিত অতিথি পার্থ বসু, বিদ্যুৎ চক্রবর্তী, বিজন চক্রবর্তী ও বিদ্যুৎ দাস৷ কবি সুদীপ ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয়৷ অংশ নেন চান্দ্রেয়ী দেব, রঞ্জিতা চক্রবর্তী, ছন্দা দাম, সুমি দাস ও গৌতম চৌধুরী৷ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ছাড়াও বরাক উপত্যকার সাহিত্য ও সংস্কৃতি মনস্ক মানুষের উপস্থিতিতে আড্ডার মুখপত্র ‘স্বরিত’ সাহিত্য গ্রন্থের ১৬তম সংখ্যা উন্মোচন করা হয়৷ কবি শিখা দাশগুপ্তের ‘অবেলার রোদ্দুর ‘ ও কবি শিবানী গুপ্তের ‘কবিতার শব্দ ছুঁয়ে’ কাব্যগ্রন্থ উন্মোচন করেন ত্রিপুরা থেকে আমন্ত্রিত কবি মন্টু দাস ও গুয়াহাটি থেকে আগত কবি-লেখক বিদ্যুত চক্রবর্তী৷ সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্তের অবদান নিয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গ থেকে আগত কবি পারথ বন্ধু৷ সঞ্চালনা করেন নারায়ণ মোদক৷

দ্বিতীয় পর্বে কবিতার কোলাজ পরিবেশন করেন চান্দ্রেয়ী দেব, রঞ্জিতা চক্রবর্তী ও ছন্দা দাম৷ ২য় পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি মন্টু দাস, আশুতোষ দাস ও নারায়ণ মোদক৷ অনুষ্ঠানে দ্বৈতকন্ঠে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মাধব ঘোষ ও সুদীপ ভট্টাচার্য৷ করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকারঞ্জন চক্রবর্তীর বক্তব্যে উঠে আসে কবিতা দিবসের তাৎপর্য ও রবিবারের সাহিত্য আড্ডার ভূমিকা৷ প্রবীণ কবি দীপক হোমচৌধুরী স্বরচিত কবিতা পাঠ করেন৷ আবৃত্তি পাঠে অংশ নেন বন্দনা সেন, সুতপা মুখার্জী, সুমিতা গোস্বামী, পরিমল কর্মকার, বিজন বোস সহ অনেকে৷

স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি গীতা সাহা, প্রতিমা শুক্লবৈদ্য, শুক্লা মিশ্র, শুক্লা চন্দ, কৃষ্ণা চন্দ, অভিষেক সেন, সুচরিতা সিনহা, মন্টু দাস, সন্তোষ দত্ত, শিখা দাশগুপ্ত, শিবানী গুপ্ত, নিভা চৌধুরী, শ্যামলী দেব, জাহিদ রুদ্র, আমির হোসেন, জয়ন্তী কর্মকার, প্রিন্স দেব, সৌরভ বাগচী, তাপস পাল, শিপ্রা শর্মা মোহন্ত, শান্তনু মজুমদার, রতন চন্দ, মৃন্ময় রায়, সমীরণ চক্রবর্তী, অনামিকা শর্মা, শংকরী চক্রবর্তী, আশুতোষ দাস, বিদ্যুৎ দাস, নারায়ণ মোদক ও গৌতম চৌধুরী৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমিত্র পাল, সুব্রত চৌধুরী, বিশ্বনাথ মজুমদার সহ আরও অনেকে৷

Show More

Related Articles

Back to top button