Barak Valley

রবিবার করিমগঞ্জের বনমালি রোডস্থিত জল সম্পদ ডিভিশন কার্যালয়ের পাশে বিপদজনক ভাবে থাকা গাছ কাটা হবে : সতর্কতা জারি

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের বনমালী রোডস্থিত জলসম্পদ বিভাগের ডিভিশনাল কার্যালয়ের পাশে দুইটি বৃহত্‍ আকারের গাছ বিপদজনক অবস্থায় রয়েছে। এই গাছ দুইটি কার্যালয় ভবনের উপরে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুত্‍ পরিবাহী তারের সংস্পর্শে আসার আশঙ্কা রয়েছে। এছাড়া গাছ দুইটি কার্যালয় ভবনের দেওয়ালের ক্ষতি করছে। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের বন বিভাগ এবং জলসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে এই গাছ দুইটিকে সুরক্ষিত অবস্থায় অপসারণ করা হবে। এতে করিমগঞ্জ সদর রেঞ্জের রেঞ্জ ফরেস্ট অফিসার জানিয়েছেন, আগামী ১৩ আগস্ট, রবিবার সকাল ৮ টায় ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে ওই গাছ দুইটি কাটা হবে। তাই ওই সময়সীমায় করিমগঞ্জের বিদ্যুত্‍ বিভাগকে ওই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুত্‍ পরিবাহী তারে বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ রাখতে এবং দায়িত্বশীল কর্মী নিয়োগ করে এই ব্যবস্থার নজরদারি রাখতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার জনগণ এবং পথচারীদের ওই সময়সীমায় কোন ধরনের দুর্ঘটনা এড়াতে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতেও অনুরোধ জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button