Updates
রবিবার করিমগঞ্জে পোলিও ড্রপ খাওয়ানো হবে

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার ৫ বছর ও তার নিচের বয়সের শিশুদের ১০ ডিসেম্বর রবিবার পোলিও ড্রপ খাওয়ানো হবে। এতে করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি জানিয়েছেন, রবিবার করিমগঞ্জ জেলার প্রতিটি পোলিও বুথে পাঁচ বছর পর্যন্ত বয়সের শিশুদের এই পোলিও ড্রপ খাওয়ানো হবে। পাশাপাশি ১১ ও ১২ ডিসেম্বর জেলার বুথকেন্দ্র এলাকার প্রতিটি বাড়িতে স্বাস্থ্যকর্মীরা এই বয়সের বাদ পড়া শিশুদের পোলিও ড্রপ খাওয়াবেন।