Barak Valley
রবিবার থেকে করিমগঞ্জের পাঁচটি স্থানে হজ যাত্রীদের প্রশিক্ষণ

করিমগঞ্জ : রবিবার থেকে করিমগঞ্জ জেলার পাঁচটি স্থানে ২০২৪ সালের হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এতে ১৪ এপ্রিল রবিবার রাতাবাড়িস্থিত কাজিরবাজার হাইস্কুলে, ১৬ এপ্রিল মঙ্গলবার পাথারকান্দির কাবাড়িবন্দ এমই মাদ্রাসায় হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
পাশাপাশি, ১৮ এপ্রিল বৃহস্পতিবার নিলামবাজার বড় মসজিদে, ২০ এপ্রিল শনিবার ভাঙ্গা বাজারের মর্কাজুল উলাম ভাঙ্গা শরিফ মাদ্রাসায় এবং ২১ এপ্রিল রবিবার কানিশাইল মর্কজ মসজিদে হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪-টা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে করিমগঞ্জের জেলা হজ কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত আয়ুক্ত এক পত্র যোগে জানিয়েছেন।