Barak Valley

রবিবার মোদির হাতে ভার্চুয়াল শিলান্যাস রামকৃষ্ণনগর মেডিক্যাল কলেজের

রামকৃষ্ণনগর : রাতাবাড়িতে মেডিক্যাল কলেজ নিয়ে কমলাক্ষদের ঝগড়া কাজে আসেনি৷ করিমগঞ্জের কংগ্রেসিরা মেডিক্যাল কলেজ না হওয়ার জন্য বিভিন্ন ভাবে কলকাঠি নেড়েছেন৷ কিন্তু প্রতিশ্রুতি থেকে সরে আসেননি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ মুখ্যমন্ত্রী যা বলেন, তা তিনি করেন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন ডেকে একথা বলেন বিধায়ক বিজয় মালাকার৷

তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রাজ্যে ১২ হাজার কোটিরও অধিক অর্থ ব্যায়ে হাতে নেওয়া প্রকল্পের একসঙ্গে প্রকল্পের শিলান্যাস করতে আসছেন৷ ওই সময় রামকৃষ্ণনগরের নির্বাচিত জমিতে শিলান্যাস ভার্চুয়ালি করবেন গুয়াহাটি থেকে৷ যা মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সব বিজেপি বিধায়কদের teleconference করে জানিয়েছেন৷

বিধায়ক জানান, ইতিমধ্যে রামকৃষ্ণনগর মেডিক্যাল কলেজের জন্য দরপত্র ডেকে সব কাজ সমঝে দেওয়ার প্রক্রিয়াও শেষ পর্যায়ে৷ এখন যে কোনও একদিন মুখ্যমন্ত্রী এসে ভূমিপূজনের মাধ্যমে কাজ শুরু করবেন৷ লোকসভা নির্বাচন দোরগড়ায় ফলে শিলান্যাস হয়ে গেলে তখন ভূমিপূজনে model code of conduct কার্যকর হবে না৷ বিজয় উল্লেখ করেন, বিজেপি সরকারের প্রাধান্যই হল উন্নয়ন৷ আর গ্রামের উন্নয়ন না ঘটলে দেশের অর্থনীতির ভিত কখনই শক্ত হয়না৷ একথা কংগ্রেসিদের বোঝাবে কে৷ আর রাতাবাড়ি বিধানসভায় মেডিক্যাল কলেজ হয়ে গেলে এই বৃহৎ এলাকার অর্থনৈতিক উন্নতি ঘটবে৷ উন্নতি ঘটবে গোটা জেলার স্বাস্থ্য পরিষেবার৷ তিনি জানান, ৪ ফেব্রুয়ারি বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভার বিজেপির ৩ মণ্ডলের পদাধিকারী, কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রীর৷ সেইমতে তাঁরা যাবেন অনুষ্ঠানস্থলে৷ আর রামকৃষ্ণনগরের জমিতে যেখানে মেডিক্যাল কলেজ হবে সেখানে অনুষ্ঠান করবেন যুবমোর্চার কর্মীরা৷

Show More

Related Articles

Back to top button