রবীন্দ্রসদনে রাষ্ট্রীয় একতা দিবস পালিত
করিমগঞ্জ : উচ্চশিক্ষা সঞ্চালকের নির্দেশে শনিবার রবীন্দ্রসদন কলেজের যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রীয় একতা দিবস ও জাতীয় সংহতি সপ্তাহ পালিত হয়৷ এদিন কলেজের অধ্যক্ষ ড. অশোক কুমার দাস তাঁর আলোচনায় রাষ্ট্রীয় একতা দিবস ও জাতীয় সংহতি সপ্তাহ উদযাপনের বিভিন্ন দিক ও গুরুত্ব উল্লেখ করেন৷ কেন সর্দার বল্লভভাই প্যাটেলকে ‘সর্দার’ বলা হয় তা নিয়েও তিনি আলোচনা করেন৷ পাশাপাশি তিনি দেশ গঠনে সর্দার বল্লভভাইয়ের অবদান এবং ভারতের স্বাধীনতা তাঁর অবদানের নানা দিকও তুলে ধরেন৷ ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক কিশলয় চক্রবর্তীও রাষ্ট্রীয় একতা দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন৷
অনুষ্ঠানের ২য় পর্বে এদিন বক্তৃতা উপস্থাপন, প্রবন্ধ লেখা ও কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়৷ কলেজের ছাত্রীরা এদিন এই প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করে৷ এদিন কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন অধ্যাপক কৃষ্ণেন্দু মালাকার৷ তাঁকে সহযোগিতা করেন অধ্যাপক এইচএম বজলুন নূর৷ অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপিকা অপর্ণা ধর৷