Barak Valley
রবীন্দ্রসদন কলেজে গান্ধীজয়ন্তী উদযাপন
করিমগঞ্জ : সোমবার যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রসদন কলেজে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়৷ প্রথমে প্রদীপ প্রজ্বলন, গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ড. সারদামণি দাসের কন্ঠে ‘রঘুপতি রাঘব রাজা রাম’ ভজনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. অশোক কুমার দাস, ইতিহাস বিভাগের প্রধান ড. রাজদীপ চন্দ৷ ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে পল্লবী দাস ও এমডি খাদিজা খানম৷ কবিতা আবৃত্তি করেন রুম্পি দাস৷ গুজরাটি ভজন করেন নয়নিকা চক্রবর্তী৷
অনুষ্ঠানের ২য় পর্বে গান্ধীজিকে নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা ও স্বচ্ছতা র ওপর অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়৷ ক্যুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন শিক্ষক কৃষ্ণেন্দু মালাকার৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. অপর্ণা ধর৷