Barak Valley

রবীন্দ্রসদন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

করিমগঞ্জ : অমৃতবৃক্ষ আন্দোলনের অঙ্গ হিসেবে রবিবার রবীন্দ্রসদন কলেজে পরিবেশ বিজ্ঞান কোষের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়৷

কলেজ প্রাঙ্গণে এদিন বিভিন্ন ধরনের ১০টি বৃক্ষ রোপণ করা হয়৷ পরে ছাত্রীদের উদ্দেশ্যে অধ্যক্ষ ড. অশোক কুমার দাস বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে যে অমৃত বৃক্ষ আন্দোলনের উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়৷ দিনদিন যেভাবে বায়ুমন্ডল উত্তপ্ত হচ্ছে ও পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে করে বৃক্ষ রোপণ করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা নেই৷

তাই বলে, শুধু গাছ লাগালেই হবে না, যত্নও নিতে হবে৷ তিনিও আরও বলেন, পৃথিবীর যা অবস্থা তাতে করে কোনোভাবেই অযথা যাতে বৃক্ষচ্ছেদ না করা হয় সে দিকে আমাদের প্রত্যেক সতর্ক দৃষ্টি দেওয়া উচিত৷ এদিন উপস্থিত সকল ছাত্রীদেরকে তিনি বাড়ির আশেপাশে বৃক্ষ রোপণ করার জন্যও উৎসাহ দেন৷

এদিন বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান কোষের আহ্বায়ক ড. এইচ এম বজলুন নূর, অধ্যাপক সুপেন্দ্রনাথ রায়, অধ্যাপিকা অপর্ণা ধর, অন্যান্য শিক্ষক ও কর্মীবৃন্দ৷ এক প্রেসবার্তায় এখবর জানানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button