Barak Valley

রবীন্দ্রসদন কলেজে যুব ট্যুরিজম ক্লাবের স্বচ্ছ ভারত অভিযান

করিমগঞ্জ : স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে আজ রবীন্দ্রসদন কলেজে এক পরিবেশ সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ কলেজের এনসিসি ও এনএসএস কোষের সহযোগিতায় যুব ট্যুরিজম ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে৷

এদিন অধ্যক্ষ ড. অশোক কুমার দাস তাঁর বক্তব্যে ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়নের কারণগুলি উল্লেখ করার পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের মূল উদ্দেশ্যও তুলে ধরেন৷ তিনি বলেন, একজন ছাত্রী হিসাবে সবার আগে নিজের পরিবেশ বলতে বোঝায় শ্রেণীকক্ষের পরিবেশ৷ তাই তিনি ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি শ্রেণিকক্ষ, কলেজ ও গৃহের পার্শ্ববর্তী পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন৷

প্রধান বক্তা তথা শ্রীভূমি সরস্বতী বিদ্যাপীঠ কলেজের অধ্যক্ষ ড. অনিরুদ্ধ সেন বলেন, পরিবেশকে স্বচ্ছ রাখার আগার নিজের মনকে স্বচ্ছ রাখতে হবে৷ তিনি বলেন, পরিবেশের স্বচ্ছতা নির্ভর করে মনের স্বচ্ছতার ওপর৷ এদিন বিভিন্ন বাস্তব উদাহরণের মধ্য দিয়ে তিনি তাঁর বক্তব্য উপস্থাপন ও অনুষ্ঠান প্রাণবন্ত করেন৷ সংস্কৃত বিভাগের প্রধান ড. সারদামণি দাস ছাত্রীদের উদ্দেশ্য বলেন, তাদের পবিত্র ও স্বচ্ছ মনে যেন কোনওভাবেই পঙ্কিলতা না আসে৷ তিনি ছাত্রীদের সহজ-সরলভাবে চলার ও হিংসা না করার উপদেশ দেন৷

এছাড়া বক্তব্য রাখেন বরিষ্ট অধ্যাপিকা আসমত সুলতানা, IQAC-ল আহ্বায়ক অধ্যাপক এল মার, যুব ট্যুরিজম ক্লাবের অধ্যাপক দেবাশীষ দত্ত চৌধুরী ও ইতিহাস বিভাগের প্রধান ড. রাজদীপ চন্দ৷ অনুষ্ঠানের ২য় পর্বে যুব ট্যুরিজম ক্লাবের তত্ত্বাবধানে NCC, NSS ও অন্যান্য ছাত্রীদের নিয়ে কলেজ প্রাঙ্গণে স্বচ্ছতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন ড. রাজদীপ চন্দ৷

Show More

Related Articles

Back to top button