রবীন্দ্রসদন কলেজে শিক্ষক-পড়ুয়া সমাবেশ
করিমগঞ্জ : রবীন্দ্রসদন কলেজে ‘Mentoring of Student’ বিষয়ের ওপর শিক্ষক-ছাত্র সমাবেশ আয়োজিত হয় মঙ্গলবার৷ কলেজের IQAC cell এই সমাবেশের আয়োজন করেন
অনুষ্ঠানের শুরুতে NEP-2020-তে কেন একজন শিক্ষককে mentor হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তা নিয়ে বিশদ আলোচনা করেন কলেজের অধ্যক্ষ ড. অশোককুমার দাস৷
তিনি বলেন, অনেক সময় দেখা যায় একজন ছাত্রীকে পারিবারিক, সামাজিক ও আর্থিক সমস্যার জন্য পড়াশোনা করতে বাধার সম্মুখীন হতে হয়৷ এক্ষেত্রে একজন mentor-র ভূমিকা সেই সমস্যাপীড়িত ছাত্রীকে গঠনমূলক পরামর্শ প্রদান করা৷ তিনি বলেন, ছাত্রীরা যেন নির্ভয়ে ও নিঃসংকোচে তাদের সমস্যার কথা mentor অর্থাৎ শিক্ষকের কাছে ব্যক্ত করে৷ এর পাশাপাশি কলেজ ছাত্রীদের জন্য যে সুযোগ-সুবিধাগুলো রয়েছে তা নিয়েও আলোচনা করেন তিনি৷
বিশেষ করে বিভিন্ন computer course, student co-operative society ও co-operative society-র অধীনে থাকা CSC ইত্যাদির সঙ্গে যুক্ত হওয়ার জন্য তিনি ছাত্রীদের নির্দেশ দেন৷
এদিন উপস্থিত শিক্ষক-শিক্ষিকার হাতে তিনি ১৭ জন করে ছাত্রীর দায়িত্ব অর্পণ করেন৷ এছাড়া এদিন বক্তব্য পেশ করেন ড. শিল্পী দেব, ড. সুধীর চক্রবর্তী, ড. তনুশ্রী ঘোষ, অধ্যাপক কিশলয় চক্রবর্তী, IQAC-র আহ্বায়ক শিক্ষক এল মার সহ অন্যরা৷