রবীন্দ্রসদন কলেজে শিক্ষক দিবস পালিত
করিমগঞ্জ : আজ যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রসদন কলেজে পালিত হয় শিক্ষক দিবস৷ কলেজের সাংস্কৃতিক সমিতির আয়োজনে আজকের এই অনুষ্ঠান পালিত হয়৷ প্রদীপ প্রজ্বলন ও সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷
কলেজের অধ্যক্ষ ড. অশোক কুমার দাস বলেন, শিক্ষক দিবস পালনের মূল তাৎপর্যই হল একজন শিক্ষক প্রকৃত শিক্ষক হয়ে উঠতে পারলেন কি না তা অনুধাবন করা৷ তিনি বলেন, একজন প্রকৃত ও সফল শিক্ষক হতে গেলে শেণিকক্ষের গঠনশৈলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ নিজের বাস্তব অভিজ্ঞতা ও দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, একজন অভিজ্ঞ শিক্ষক খুব সহজেই শ্রেণিকক্ষে শিক্ষার্থীর দুর্বলতা অনুধাবন করতে পারেন৷ এই দুর্বলতা অনুযায়ী শিক্ষাদান করার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত শিক্ষক হওয়ার চাবিকাঠি৷ বলেন, আমাদের সাফল্যের পেছনে অবশ্যই কোনও না কোনও শিক্ষকের অবদান রয়েছে৷ পাশাপাশি, এদিন কলেজের শিক্ষকদের প্রতি শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান তিনি৷
কলেজের ইতিহাস বিভাগের প্রধান ড. রাজদীপ চন্দ রাধাকৃষ্ণনের জীবনপঞ্জি তুলে ধরার পাশাপাশি বলেন, রাধাকৃষ্ণন একাধারে ছিলেন, পন্ডিত, দার্শনিক, মানবতাবাদী, জাতীয়তাবাদী ও একজন প্রকৃত দেশ প্রেমিক৷ এছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত কলেজের অন্যান্য শিক্ষকরাও নিজস্ব অ অভিজ্ঞতার কথা, ছাত্র-শিক্ষক সম্পর্কের কথা নিয়ে মতামত ব্যক্ত করেন৷
শিক্ষক দিবস উপলক্ষে এদিন ‘আগুনের পরশমণি’ ও ‘হে আমার গুরুদক্ষিণা’ সঙ্গীত দু’টি পরিবেশন করেন সংস্কৃত বিভাগের প্রধান ড. সারদামণি দাস৷
ছাত্রীদের মধ্যে এদিন বক্তব্য রাখেন পল্লবী দাস, নাসরিন আখতার, শিবাঙ্গী চক্রবর্তী, মাহমুদা বেগম, সাকিলা বেগম চৌধুরী, কিস্মত সুলতানা, সানিয়া ইয়াসমিন চৌধুরী, মুশিনা ফেরদৌস, শিমরন ইয়াসমিন ও রাহান বেগম৷ এদিন অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. রাজদীপ চন্দ৷