Barak Valley

রবীন্দ্রসদন মহিলা কলেজের বাংলা বিভাগের বিদ্যাসাগর জন্মজয়ন্তী পালন

করিমগঞ্জ : পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের পরদিন একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যাসাগরের জন্মদিন পালন করল করিমগঞ্জ রবীন্দ্রসদন মহিলা কলেজের বাংলা বিভাগ৷ অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ অর্পণ করেন শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা৷ পরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিভাগের ছাত্রীরা৷

স্বাগত বক্তব্যে ড. সুপেন্দ্রনাথ রায় বলেন, এক যুগাবতার ছিলেন ঈশ্বরচন্দ্র৷ তাঁর অপরিসীম চেষ্টা নিয়েও তিনি আলোকপাত করেন৷ বিভাগের প্রধান ড. তনুশ্রী ঘোষ বলেন, বিদ্যাসাগর জীবদ্দশায় ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন৷ তখনকার দিনে বিধবাদের শোচনীয় অবস্থার কথাও উঠে আসে তাঁর বক্তব্যে৷ বলেন, নিজের একমাত্র ছেলে নারায়ণ চন্দ্রের সঙ্গে এক বিধবার বিবাহ দিয়েছিলেন তিনি৷

এদিন অধ্যাপিকা প্রজ্ঞা অন্বেষা মধুসূদনের লেখা বিদ্যাসাগর কবিতাটি পাঠ করেন৷ স্ত্রী শিক্ষার প্রচারে বিদ্যাসাগরের ভূমিকা নিয়ে আলোচনা করেন৷ অধ্যাপিকা ড. পারমিতা আচার্য পূজা পর্যায়ের সঙ্গীত পরিবেশন করেন৷

ছাত্রী ঝর্ণা দাস বিদ্যাসাগরের ওপর বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলা গদ্যকে তিনি যথার্থ স্তরে পৌঁছে দিয়েছেন৷ অনুষ্ঠানে উদ্ধৃত পাঠ করেন শোভা দাস ও মৌমিতা দাস৷ একক সঙ্গীত পরিবেশন করেন রেশমি দাস ও মৌমিতা দাস৷ বিদ্যাসাগরের ওপর স্বরচিত কবিতা পাঠ করেন রিম্পি দাস ও সুস্মিতা পুরকায়স্থ৷ গোটা অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপিকা পারমিতা দাস৷

Show More

Related Articles

Back to top button