রাজস্ব বাড়ানোর পরামর্শ বিধানসভার স্টেন্ডিং কমিটির
জনসংযোগ, হাইলাকান্দি, ১৯ জুলাই : রাজ্য বিধানসভার আয় ব্যয় সংক্রান্ত বিধায়ক প্রতিনিধি দলটি শুক্রবার হাইলাকান্দি জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন। বিধায়ক গোবিন্দ চন্দ্র বসুমাতারির নেতৃত্বে আসা প্রতিনিধি দলটি শুক্রবার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকের মিলিত হন। দলটি আয়নাখালে নির্মীয়মান মডেল উইমেন কলেজটি পরিদর্শন করে এসে গার্ড ওয়াল নির্মাণের প্রয়োজনীয়তা উপলব্ধি করায় সভায় তা নির্মাণের নির্দেশ দেন। বৈঠকে পূর্ত ভবন শাখা থেকে তার জন্য অতিরিক্ত মঞ্জুরী চাওয়া হবে বলে জানানো হয়।। ফরেস্ট বিভাগের লালাছড়া বিট অফিস পরিদর্শন করে এসে বৈঠকে প্রতিনিধি দলটি জেলায় বালু মহাল থেকে আসা রাজস্ব সংগ্রহ করার স্থিতি জানতে চান। জবাবে ফরেস্ট বিভাগ থেকে জানানো হয় জেলার নয়টি বালু মহাল থাকলেও পাঁচটা বর্তমানে চালু রয়েছে। বাকিগুলি কোর্টে মামলা থাকার কারণে বন্ধ হয়ে রয়েছে বলে জানানো হয়। গত অর্থ বছরে ফরেস্ট বিভাগ থেকে ৮ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে ৮ কোটি ৪ লক্ষ টাকাসংগ্রহ করা হয় বলে সভায় জানানো হয়। চলতি অর্থ বছরে ১৪ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে বিভাগ থেকে জানানো হয়। আবগারি বিভাগে চলতি অর্থবছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এক কোটি ১৩ লক্ষ টাকা রাজস্ব সংগ্রহ করা হয়েছে বলে সভায় জানানো হয়। চলতি অর্থবছরে দুই কোটি ৫৭ লক্ষ টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য রয়েছে বলে বিভাগ থেকে জানানো হয়।ক্রীড়া বিভাগ থেকে জানানো হয় যে খেলাধুলায় কৃতিত্বপূর্ণ প্রদর্শনীর জন্য দুইজন খেলোয়াড় জেলায় সরকারি চাকরি পেয়েছেন। প্রতিনিধি দলটি কৃতি খেলোয়াড় তৈরি করতে বিভাগকে পরামর্শ তুলে ধরেন। পরিবহন বিভাগ থেকে তাদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদান করার সময় আরো যত্নশীল হবার নির্দেশ দেওয়া হয় সভায়। দলটি সব বিভাগকে রাজস্ব বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেবার আহবান জানান।প্রতিনিধি দলে অন্য বিধায়করা ছিলেন খলিল উদ্দিন মজুমদার, জাকির হোসেন লস্কর, লরেন্স ইসলারি এবং বিধায়ক দুর্গাদাস বড়ো।