Barak Valley

রাতাবাড়িতে শত বছর পুরোনো মন্দির জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা

রাতাবাড়ি : শত বছর পুরোনো শিব ও নারায়ণ মন্দির জ্বালিয়ে দেওয়ার ঘটনায় উত্তপ্ত রাতাবাড়ি৷ ঘটনাস্থলে ছুটে যেতে হয় জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাসকে৷

রাতাবাড়ির দামছড়ার জনজাতি অধ্যুষিত এলাকায় ঘটনাটি সংঘটিত হয়েছে৷ মন্দির জ্বালিয়ে দেওয়ার ঘটনা বাংলাদেশের বর্বরতাকেও হার মানাবে৷ উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷

দুল্লভছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন দামছড়া পুঞ্জিতে ১৮ শতাব্দীর প্রাচীন মূর্তি রয়েছে৷ ধর্মীয় রীতি অনুযায়ী সেখানে পুজো করে আসছেন স্থানীয় লোকজন৷ ১৮ শতাব্দীতে দেবী রায় বর্মনের গ্রামে মন্দির প্রতিষ্ঠা হয়৷ সে সময় মন্দিরের এক কোঠায় শিব ও অন্যটিতে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ স্থাপিত হয়৷ মন্দিরটিতে এখন অবধি পূজা চলে আসছিল৷ কিন্তু ঐতিহ্যবাহী মন্দিরটির উপর নজর পড়ে দুষ্কৃতীদের৷ রাতের অন্ধকারে মন্দিরটি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা৷ আগুনে মন্দিরের বিস্তর ক্ষতিসাধন হয়েছে৷ মন্দিরে থাকা অসংখ্য পশুপাখিরও প্রাণীও পুড়ে যায়৷

মঙ্গলবার সকালে মন্দিরের পুরোহিত পুজো দিতে এসে হতবাক৷ মন্দিরের অধিকাংশ সামগ্রী পুড়ে থাকতে দেখেন তিনি৷ ডেকে আনেন প্রতিবেশীদের৷ মন্দিরের ভেতর থেকে ৩টি প্লাস্টিকের গ্যালন উদ্ধার হয়৷ দাহ্য পদার্থের গন্ধ থাকা গ্যালনগুলি আগে মন্দিরে ছিল না৷ ঘটনার পেছনে দুষ্কৃতীরা থাকতে পারেন জানিয়েছেন স্থানীয়রা৷ এলাকায় উত্তেজনা ছড়ালে জেলা আয়ুক্ত ও পুলিশ সুপার ছুটে যান৷ মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী৷ ঘটনায় জড়িতদের অনুসন্ধান চালাচ্ছে পুলিশ৷

সূত্রের খবর, কিছুদিন আগে পাহাড়ে ভিনধর্মী অবৈধ বসবাসকারীদের উৎখাত করা হয়েছিল৷ এ ঘটনার তারাই জড়িত৷ সঠিক তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে৷ রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন৷ সেই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা অটুট রাখতে আবেদন জানিয়েছেন বিধায়ক৷

Show More

Related Articles

Back to top button