রাতাবাড়িতে সড়ক দুর্ঘটনায় হত শিশু, আহত ৩
নিভিয়া : মঙ্গলবার সকাল ১১টা নাগাদ রাতাবাড়ির চেরাগি-নিভিয়া সড়কে সংঘটিত ভয়ংকর অটো দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক দু’বছরের শিশুর৷ আহত হন চালক সহ মোট ৪ জন৷
নিভিয়া পুলিশ সূত্রে পাওয়া তথ্য মতে ঘটনার দিন অটো রিকশাটি যাত্রী নিয়ে চেরাগি থেকে নিভিয়া অভিমুখে আসার সময় ভূতুরপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের লাগোয়া জমিতে উল্টে পড়ে৷ এতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় শিশুটি৷ এছাড়া তার পিতা ছামছ উদ্দিন, মা ছাবজুলনেছা সহ চাংচুন রিয়াং ও চালক আহত হন৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দলবল নিয়ে পৌঁছেন নিভিয়া পুলিশের ইনচার্জ রাজপ্রতাপ সিংহ৷ পুলিশ তড়িঘড়ি আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে৷ কিন্তু দু’বছরের শিশু ও ষাটোর্ধ্বো মহিলা চাংচুন রিয়াংকে উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি সরকারি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক সুদীপ নাগ৷ তবে হাইলাকান্দি হাসপাতালে পৌঁছার আগেই রাস্তায় মৃত্যু হয় শিশুটির৷
অন্যদিকে চাংচুন রিয়াঙের বুকের হাড় ভেঙে যাওয়ায় হাইলাকান্দি সরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ৷ বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর নিভিয়া হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷
এদিকে, দুর্ঘটনার মামলা রেজিস্টার না হওয়াতে চালককে PR Bond-এ ছাড়া হয়েছে এবং নাম গোপণ রাখা হয়েছে বলে জানান ফাঁড়ি ইনচার্জ রাজপ্রতাপ সিংহ৷ অধিক গতিতে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারণা পুলিশের৷