রাতাবাড়ির উন্নয়নের কাজে প্রতিজন দলীয় কর্মীর যোগদান রয়েছে : বিজয়
রামকৃষ্ণনগর : রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর শহরের অন্তর্গত কালাছুপ ৭ নং ওয়ার্ডে এলএডি তহবিলের অধীনে নির্মিত ঐতিহ্যবাহী উত্তর কালাছুপ আখড়ার কমিউনিটি হলের উদ্বোধন করেন ও অনুষ্ঠানে উপস্থিত এলাকার জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন৷ উপস্থিত ছিলেন বিজেপি দুল্লভছড়া মন্ডল সভাপতি জিতেন্দ্রলাল রায়, রামকৃষ্ণনগর মন্ডল সহসভাপতি বিশ্বতোষ সেন, পৌর সদস্য সন্দীপ দত্ত৷
এদিন বিধায়ক বিজয় মালাকার বলেন, কেন্দ্রের উন্নয়নের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রীর সুদৃষ্টি সম্পূর্ণরূপে রয়েছে৷ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বেশিরভাগ কাঁচা রাস্তা পাকা করে দিয়েছেন৷ তিনি এও বলেন, এই কাজ তিনি একা করছেন না, এই কাজে দলের সকল কর্মকর্তাদের যোগদান রয়েছে৷ হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যের উন্নয়নে বাঁধা পড়ছে না৷ তাই চিন্তার কোন কারণ নেই বিজেপি যতদিন ক্ষমতায় আছে, রাজ্যের উন্নয়ন কেউ আটকাতে পারবে না৷