Barak Valley

রাতাবাড়ির ৩৭৪ জন ভূমিপুত্রের হাতে জমির পাট্টা তুলে দিলেন বিজয়-কৃপানাথ

রামকৃষ্ণনগর : রাজ্যের প্রতিটি পরিবারে কমপক্ষে একজন চাকুরীজীবী থাকবেন৷ এমন একদিন আসবে অসমে৷ চা বাগান অঞ্চলের জন্য এবারের বাজেটে নতুন নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে৷ যে পরিবারে কোন সরকারি চাকুরিজীবী নেই, সেই পরিবারের যুবক-যুবতীরা যে কোন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ৫% ছাড় পাবে৷ এছাড়া চা বাগান অঞ্চলের যুবক-যুবতীদের সংরক্ষিত রয়েছে ৩% আসন৷ এসব থেকে নিশ্চয় অনুমান করা যায় এমন একটা দিন আসবে যখন রাজ্যের প্রতি পরিবারে কমপক্ষে ১ জন চাকরিজীবী থাকবে৷ রামকৃষ্ণনগরে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্রদের জমির বিতরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন বিধায়ক বিজয় মালাকার৷

বৃহস্পতিবার মিশন বসুন্ধরা ২.০ এর অধীনে সারা আসাম রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রেও ভূমিপুত্রদের জমির পাট্টা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে প্রায় ৩৭৪ জন খিলঞ্জিয়া ভুমিহীনদের জমির পাট্টা বিতরণ করেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷ রামকৃষ্ণনগর খণ্ড উন্নয়ন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক বিজয় মালাকার ভূমিহীন ও উদ্বাস্ত জনগণদের সাবলীকরণ ও নিশ্চিত জীবন যাপনের সুরক্ষা প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

অনুষ্ঠানে ভূমিপুত্রদের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার পূর্বে সাংসদ কৃপানাথ তাঁর বক্তব্যে বলেন, আজ খিলঞ্জিয়া ভূমিহীনদের আনন্দের দিন৷ সবাই এখানে বসুন্ধরা ২.০ -এর মাধ্যমে আজ নিজের জীবন যাপনের ক্ষেত্রে সুরক্ষিত হয়েছেন৷ এর কৃতিত্ব শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে দেওয়া যায়৷ তাঁর নেতৃত্বেই আজ এটা বাস্তব রূপ পেয়েছে৷ সাংসদ কৃপানাথ আরও বলেন, মুখ্যমন্ত্রী রাতাবাড়ি বাসীকে আরও একটি বড় উপহার দিয়েছেন, আপনারা সবাই এ কথা জানেন৷ এ উপলক্ষে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগরে আসবেন৷ তাই এই অনুষ্ঠানে আপনাদের সকলের থাকতে হবে৷ মুখ্যমন্ত্রীর প্রতি সবাই মিলে একসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে৷ সাংসদ কৃপানাথ সবাইকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন৷

এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ASTC chairman মিশন রঞ্জন দাস, জেলাশাসক মৃদুল যাদব, রামকৃষ্ণনগর মহকুমা কমিশনার ধ্রুবজ্যোতি দেব, রামকৃষ্ণনগর সার্কল অফিসার সতীশ প্রসাদ গুপ্তা, রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ, বিজেপি রামকৃষ্ণনগর মণ্ডল সভাপতি বিশ্বতোষ সেন, রামকৃষ্ণনগর খণ্ড উন্নয়ন আধিকারিক রসিমকিম রিংস্থে, রাতাবাড়ির প্রাক্তন জেলা পরিষদ সদস্য আশীষ নাথ, ব্লক সভানেত্রী অনুপমা দাস৷

Show More

Related Articles

Back to top button