Barak Valley
রাতাবাড়ি এলাকার ১৫ জন কৃষিকর্মীকে ট্রাইসাইকেল বিতরণ
রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগর কৃষি আধিকারিক কার্যালয়ে RKVY scheme-র অধীনে রাতাবাড়ি বিধানসভা এলাকার ১৫ জন কৃষিকর্মীর হাতে ট্রাইসাইকেল বিতরণ করা হল বুধবার৷ দুপুর আনুমানিক ১টায় ট্রাইসাইকেলগুলো বিতরণ করা হয়৷ মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে সবাইকে বিতরণ অনুষ্ঠানের শুভেচ্ছা জানান রামকৃষ্ণনগর মণ্ডল সভাপতি বিশ্বতোষ সেন৷ তাঁর সঙ্গে ছিলেন মণ্ডল ও জেলা স্তরের কার্যকর্তারা৷ বিশ্বতোষ সেন বলেন, এই ট্রাইসাইকেল থিয়ে গরিব অসহায় মেহনতি মানুষ বিভিন্ন দিক দিয়ে উপকৃত হবেন৷ সাইকেল বিতরণের শেষ পর্যায়ে সবাই সরকারের জয় ধ্বনি দেন৷