Barak ValleyAssamNorth-East

রাতাবাড়ি থানার সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম পথচারী ও বাইক চালক

রাতাবাড়ি ও রামকৃষ্ণনগর প্রতিনিধি : শুক্রবার সকাল আনুমানিক ১১টা নাগাদ রাতাবাড়ি থানার সামনে এক দুর্ঘটনা সংঘটিত হয়৷ জানা যায়, AS-11-H-8332 নম্বরের বাইক চালক বেপরোয়া ভাবে বাইক চালিয়ে ধাক্কা মারে নাথবস্তির অরুণ নাথ নামের জনৈক পথচারীকে৷ বাইক চালক আনিপুর বাগানের এনাম উদ্দিন বলে জানা যায়৷

এতে বাইক আরোহী সহ পথচারী ছিটকে পড়েন পূর্ত সড়কে৷ স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে দুজনকে উদ্ধার করে চরগোলা হাসপাতালে নিয়ে যান৷ দু’জনের জখম গুরুতর বলে জানা গেছে৷ পথচারী অরুণ নাথ আশঙ্কাজনক থাকায় SMCH-এ পাঠানো হয়েছে৷ তাঁর মাথায় প্রচন্ড আঘাত লাগে ও দুটো পা ভেঙে গেছে বলে জানা গেছে৷

Show More

Related Articles

Back to top button