Barak Valley
রামকৃষ্ণনগরে কিষান মোর্চার কার্যনির্বাহী সভা
রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগর মণ্ডল কিষান মোর্চার কার্যনির্বাহী সভা রবিবার অনুষ্ঠিত হয়৷ মণ্ডল কিষান মোর্চার সভাপতি বিজিত ভট্টাচার্যের পৌরোহিত্যে রামকৃষ্ণনগর মণ্ডল কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়৷
সভায় কৃষকদের উন্নয়নে বিজেপি সরকারের গৃহীত প্রকল্প নিয়ে বিশদ আলোচনা করা হয়৷ সভায় বক্তারা সরকারের দেওয়া সুবিধাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কিষান মোর্চার পদাধিকারীদের আবেদন জানান৷ এছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়৷
সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক মোর্চার সভাপতি অমিতাভ দে, সহ-সভাপতি শান্তনু শেখর দাস ও রাধেশ্যাম কৈরী, রামকৃষ্ণনগর মণ্ডল সম্পাদিকা রিক্তা পাল ও নূপুর সাহা প্রমুখ৷ অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে কার্যনির্বাহীর সূচনা করেন অতিথিরা৷