রামকৃষ্ণনগরে ছ’কোটি টাকার ড্রাগস সহ আটক ২
রামকৃষ্ণনগর : কালীবাড়ি থানা এলাকার ছড়ারপার থেকে ড্রাগস সহ দু’জনকে আটক করে পুলিশ৷
সোমবার রাতে জেলা পুলিশসুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে রামকৃষ্ণনগর থানা, কালীবাড়ি বাজার ও কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশের যৌথ উদ্যোগে ৬১২ গ্রাম ড্রাগস সহ মেহবুব হোসেন ও কয়েস আহমেদ নামের দুই পাচারকারীকে আটক করে পুলিশ৷ ধৃতদের বাড়ি করিমগঞ্জের খাগাইলে৷
গোপন সূত্রের খবরের ভিত্তিতে জেলা পুলিশসুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে রামকৃষ্ণনগর থানা, কালীবাড়ি বাজার ও কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ বাহিনী সোমবার রাতে ছড়ারপারে এক অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে ৫২টি সাবানের কেস থেকে ৬১২ গ্রাম ড্রাগস বাজেয়াপ্ত করে পুলিশ৷ বাজেয়াপ্তা ড্রাগসের বাজারমূল্য প্রায় সাড়ে ছ’কোটি টাকা৷ পুলিশ ড্রাগস পাচারে ব্যবহৃত অল্টো গাড়িও বাজেয়াপ্ত করে৷
মিজোরামের চাম্পাই থেকে এই ড্রাগসগুলো করিমগঞ্জ সহ অন্যত্র পাচারের জন্য নিয়ে আসা হচ্ছে বলে জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায়৷ এর প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে রামকৃষ্ণনগর থানা, কালীবাড়ি বাজার ও কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে এআ সফলতা পায়৷
সোমবার রাতে ধৃতদের রামকৃষ্ণনগর থানায় জোর জিজ্ঞাসাবাদ করে ড্রাগস পাচারের বিভিন্ন তথ্য জানতে পারে৷ তবে তদন্তের স্বার্থে পুলিশ কিছু বলতে রাজি হয়নি৷ আজ মঙ্গলবার ধৃতদের করিমগঞ্জ আদালতে প্রেরণ করে৷ এ অভিযানে অন্যদের মধ্যে ছিলেন রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথ সহ কালীবাড়ি বাজার ও কালীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশ কর্মীরা৷