Barak Valley

রামকৃষ্ণনগরে পুড়ল বসতবাড়ি

রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল বসত বাড়ি৷ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে৷ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার রামকৃষ্ণনগর কালীনগর জিপির সৈজানগর গ্রামে৷ এদিন দুপুর ১২:৩০টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তৈর আলির বাড়িতে৷ আগুনের খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী৷ দমকলের ইঞ্জিন আসার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়৷ তবে এর আগে কয়েক’শ মন ধান সহ মূল্যবান নথিপত্র ও ঘরের অন্যান্য সামগ্রী পুড়ে যায়৷ এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে৷ স্থানীয়দের সহযোগে আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের বাড়ি গুলোও বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে৷

ঘরের মালিক তৈর আলি জানান, মজুত ছিল কয়েক’শ মন ধান৷ এ ছাড়াও মূল্যবান নথিপত্র সহ কাপড় ও অন্যান্য সব সামগ্রী পুড়ে গেছে৷ এই ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে বলে জানান তিনি৷ তৈর আলি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি ও তাঁর স্ত্রীর বাড়ির পাশে একটি ক্ষেতে ছিলেন৷ ঘরে ছিল একটি ছোট শিশু৷ শিশুটি হঠাৎ চিৎকার করলে ছুটে আসেন তৈর আলি ও তাঁর স্ত্রী সহ প্রতিবেশীরা৷ তাঁরা এসে দেখেন পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে৷ শিশুটির কাছ থেকে জানতে পারেন ঘরের বিদ্যুতের তারে প্রথম আগুন লাগে৷ শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে ধারণা তৈর আলির৷

অগ্নিকাণ্ডের ঘটনা জানানো হয় রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকেও৷ কিন্তু আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান থাকায় তিনি রাতাবাড়ি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছেন৷ ফলে তিনি আসতে না পারায় তাঁর প্রতিনিধি যুব মোর্চার সভাপতি সৌরভ দাসকে পাঠিয়েছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করার জন্য৷ বিধায়ক তাঁর প্রতিনিধির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের পরিবারকে আর্থিক সাহায্যও পাঠিয়েছেন৷ বিধায়ক বিজয় মালাকার ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রামকৃষ্ণনগর সার্কল অফিস এবং করিমগঞ্জের জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করেন৷ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি রাতাবাড়ির বিধায়ক সমবেদনা প্রকাশ করেছেন৷

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও৷ ক্ষতিগ্রস্ত কৃষক তৈর আলির পরিবারের পুনর্বাসনের জন্য সরকারি সাহায্য প্রদানের জন্য আবেদন জানিয়েছেন এলাকার বুদ্ধিজীবীরা৷

Show More

Related Articles

Back to top button