রামকৃষ্ণনগরে মণ্ডল বিজেপির কার্যনির্বাহী সভা
রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির বৈঠকে সদস্য অন্তর্ভুক্তিতে গুরুত্ব বিজয়ের
রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগরে বিজেপি যে শক্তিশালী এমন আত্মতুষ্ঠিতে থাকলে চলবে না৷ বিজেপির যারা সমর্থক বা ভোটার এদের সংগঠনে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিলেন বিধায়ক বিজয় মালাকার৷ মঙ্গলবার রামকৃষ্ণনগর মণ্ডলের কার্যনির্বাহী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, দলের যারা ভোটার অথচ কোনও দায়িত্বে নেই এমন লোকদের দলের দায়িত্বে রাখতে হবে৷ আর প্রতিদিন স্থানীয় নেতাদের খেয়াল রাখতে হবে নতুন মুখকে দলে যোগদান করানোর৷ কেননা, নির্বাচন দোরগড়ায়৷ ফলে প্রতিশ্রুতি আরও বাড়াতে হবে৷
রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির সভাপতি বিশ্বতোষ সেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মণ্ডল প্রভারী নির্মল বণিক, বিস্তারক শংকর রায়, জেলা কার্যনির্বাহক সদস্য রণজিৎ কর, প্রাক্তন মণ্ডল সভাপতি বিকাশ রঞ্জন সিংহ, রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ, রাতাবাড়ি জেলা পরিষদ সদস্য আশিষ নাথ প্রমুখ৷