Barak Valley
রামকৃষ্ণনগরে লরির সঙ্গে সংঘর্ষে নিহত বাইক চালক
রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগরের দুল্লভছড়া এলাকায় লরি-বাইক মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক৷ নিহত যুবকের নাম রাজীব উদ্দিন (২৬)৷ তাঁর বাড়ি এরালিগোলে৷ জানা গেছে, রবিবার বালি ভর্তি একটি লরির সঙ্গে রাজীবের বাইকের সংঘর্ষ হয়৷ রাত ১০টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দুল্লভছড়ায় বটেরতলে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাতাবাড়ি পুলিশ৷ জানা গেছে, দ্রুতগতিতে এসে ওভারটেক করতে গিয়ে লরির পেছনে সজোরে ধাক্কা মারেন বাইক চালক৷ সঙ্গে সঙ্গেই প্রাণ হারান বাইক চালক৷ স্থানীয়রা এসে বাইক চালককে হাসপাতালে নিয়ে যান৷ ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়৷