রামকৃষ্ণনগরে ২ কোটির ড্রাগস সহ ধৃত ২
রামকৃষ্ণনগর : করিমগঞ্জ জেলায় আজ একইদিনে আবারও বাজেয়াপ্ত হয়েছে মাদকদ্রব্য। এবার জেলার অন্তর্গত রামকৃষ্ণনগর পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় দুই কোটি টাকার ড্রাগস। পুলিশি অভিযানে ১৭টি সাবানের বাক্স থেকে বাজেয়াপ্ত হয়েছে ১৮৫.৮১ গ্ৰাম সন্দেহজনক হেরোইন। হেরোইন পাচারে জড়িত অভিযোগ গ্রেফতার করা হয়েছে দুজনকে। এর সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত মারুতি এক্সপ্রেসো গাড়ি বাজেয়াপ্ত করেছে রামকৃষ্ণনগর থানার পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে রামকৃষ্ণনগর থানার আশপাশে অভিযান চালায় পুলিশ। এক সময় থানার প্রবেশপথ ও রামকৃষ্ণনগর হাসপাতাল সংলগ্ন রাস্তায় দুরন্ত গতিতে এএস ১১ এফসি ০৮৫৫ নম্বরের কালো রঙের একটি মারুতি এক্সপ্রেসো কার আসলে তার গতিরোধ করা হয়। গাড়িতে তালাশি চালিয়ে ১৭টি সাবানের বাক্স থেকে বাজেয়াপ্ত করা হয় ১৮৫.৮১ গ্ৰাম সন্দেহজনক হেরোইন।
ড্রাগস পাচারের অভিযোগে নিলামবাজার থানা এলাকার থামুয়া গ্রামের আরিফুল হক এবং পাথারকান্দি থানাধীন লক্ষ্মীপুর গ্রামের ফারুক আহমেদকে গ্রেফতার করা হযেছে্য তাদের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।