Barak Valley

রামকৃষ্ণনগরে ৩০ শয্যার হাসপাতালের উদ্বোধন সাংসদ-বিধায়াকের

রাতাবাড়িতে একদিনে ১০ কোটি ৫ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস বিধায়কের

রামকৃষ্ণনগর : স্বাস্থ্য সেবার উন্নতির জন্য লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী ৫-১০ বছরের মধ্যে দেশের প্রতিটি এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন ওই এলাকার মানুষ৷

বৃহস্পতিবার ফিতা কেটে হাসপাতাল উদ্বোধনের পর কথাগুলি বলেন, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ৷ বলেন, প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ গড়ে তুলতে তৎপর রাজ্য সরকার৷ তিনি বলেন, দেশের স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে আর্থিক পরিকাঠামো তৈরি করে চলছে মোদি নেতৃত্বাধীন সরকার৷ বিজেপির আগে এসব বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হয়নি৷ না হলে এখন আর এসব সমস্যা থাকতো না৷

বিধায়ক বিজয় মালাকার বলেন, তৈরি হওয়া ভবনে এখন ৩০ শয্যার ব্যবস্থা করা হয়েছে৷ আগামী কয়েক মাসের মধ্যে ফাস্ক রেফারেল ইউনিট বা সমকক্ষ কিছু একটা হবে এমন ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷

এদিনের সভায় পৌরোহিত্য করেন ইনচার্জ SDMO & HO ডা. বিধান বিশ্বাস৷ বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক সুমনা নাইডিং রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ, বিভাগীয় Block Accounts Manager মারুফ আহমেদ৷

ওইদিন বিধায়ক সিংলাছড়া বাগানে ২ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে মডেল হাইস্কুলের কাজ এবং ১ কোটি ৩৩ লক্ষ টাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কাজের শিলান্যাস করেন৷ তিনি MMPNA প্রকল্পের অধীনে আরও ৩টি সড়কের শিলান্যাস করেন৷

Show More

Related Articles

Back to top button