Updates

রামকৃষ্ণনগর বিদ্যাপীঠে শ্রেণিকক্ষের শিলান্যাস করলেন বিজয় মালকার

রামকৃষ্ণনগরকে এডুকেশনাল হাবে পরিণত করার আহ্বান বিজয়ের

রামকৃষ্ণনগর : বরাক উপত্যকার অন্যতম শিক্ষিত এলাকা হিসাবে পরিচিত রামকৃষ্ণনগর৷ এখন উপজেলায় পরিণত হয়েছে৷ একদিন জেলাতেও পরিণত হবে৷ মেডিক্যাল কলেজ ছাড়াও আরও অনেক কিছুই হচ্ছে৷ চাকরিসূত্রে এখানে আরও সরকারি আমলারা আসবেন৷ তাঁদের বাচ্চাদের ভালো বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলে পড়াবেন৷ ফলে উচ্চমানের ইংলিশ মিডিয়াম স্কুলের প্রয়োজন এলাকায়৷ স্থানীয় উচ্চবিত্ত এবং প্রবাসী যারা রয়েছেন এরা চেষ্টা করলে অনেক ভালো মানের বেসরকারি স্কুল গড়তে পারেন রামকৃষ্ণনগরে৷

সবকিছু সরকার করে দেবে না, প্রয়োজন স্থানীয়দের সদিচ্ছারও৷ তখনই শীঘ্রই উন্নতি ঘটে এলাকার৷

রবিবার দুপুরে রামকৃষ্ণ বিদ্যাপীঠের ৬৪ লক্ষ ৪৪ হাজার টাকার অতিরিক্ত শ্রেণিকক্ষের শিলান্যাস করে একথা বলেন, বিধায়ক বিজয় মালাকার৷ তিনি বলেন, এলাকার যারা দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত তাঁরা চাইলে রামকৃষ্ণনগরে এডুকেশনাল হাব পরিণত করতে পারেন৷ প্রয়োজন উদ্যোগ গ্রহণের এবং জন্মভিটেকে উন্নত করার৷ বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কোচিং সেন্টার এবং ভালো মানের বেসরকারি স্কুল রামকৃষ্ণনগরে গড়তে আহ্বান জানান স্থানীয়দের প্রতি৷ বলেন, সবকিছু সরকার করে দেবে না, প্রয়োজন স্থানীয়দের সদিচ্ছারও৷ তখনই শীঘ্রই উন্নতি ঘটে এলাকার৷

উল্লেখ করেন, বর্তমান সময়ে অভিভাবকদের প্রবণতাই হল ভালো বেসরকারি স্কুলে বাচ্চাদের পড়ানোর৷ ফলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে৷ রামকৃষ্ণ বিদ্যাপীঠের শিক্ষক স্বল্পতার বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করলে জানান, সরকার আগমীতে আরও ৩৫ হাজার নিয়োগ দিচ্ছে৷ আরও কিছুদিন অপেক্ষা করতে অনুরোধ জানান স্কুল কর্তৃপক্ষকে৷

এছাড়া জানান, বিধানসভা কেন্দ্রে আরও কিছু স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে৷ বিষয়গুলি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন৷ তিনি সাধ্যমত সহায়তা করবেন বলে কথা দেন বিধায়ক৷ এ দিন তাঁকে উত্তরীয়, মানপত্র এবং উপহার তুলে দেন শিক্ষক-শিক্ষিকারা৷ স্কুল অধ্যক্ষ শরদিন্দু নাথ মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, রামকৃষ্ণ বিদ্যাপিঠের পরিকাঠামো সমস্যা দূর হচ্ছে বিধায়কের প্রচেষ্টায়৷ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্কুল পরিচালন সমিতির পক্ষে মৃগাঙ্ক দত্তচৌধুরী৷

Show More

Related Articles

Back to top button