Barak Valley

রামকৃষ্ণনগর মেডিক্যাল কলেজের ভূমিপূজন স্থান পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

রামকৃষ্ণনগর : শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা রামকৃষ্ণনগরে মেডিক্যাল কলেজের ভূমিপূজন করতে আসছেন৷ এরই প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার রামকৃষ্ণনগরে এসে পৌঁছলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত৷ এদিন ভূমিপূজনের স্থান পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনেও যান৷ সেখানেই তিনি বিভাগীয় আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ ভূমিপূজনের স্থান পরিদর্শনের সময় রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, সাংসদ কৃপানাথ মালাহ, জেলাশাসক মৃদুল যাদব ও করিমগঞ্জের জয়েন্ট ডিরেক্টর মন্ত্রীর সঙ্গে ছিলেন৷

উল্লেখ্য, রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে মডেল হাসপাতালে উন্নীত করা হয়েছে৷ ইতিমধ্যেই বিল্ডিং নির্মাণের কাজও সম্পন্ন হয়ে গেছে৷ বর্তমানে কিছু আসবাবপত্র এবং চিকিৎসকের প্রয়োজন রয়েছে হাসপাতালটিতে৷ এ দিন স্বাস্থ্যমন্ত্রীকে বিষয়গুলো অবগত করেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সহ বিভাগীয় আধিকারিকরা৷ মন্ত্রী শীঘ্রই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন৷ এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী এদিন দুল্লভছড়া মডেল হাসপাতালের সমস্যাগুলোরও সমাধান অতিসত্বর হয়ে যাবে বলে উল্লেখ করেন৷

এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর মহকুমা কমিশনার ধ্রুবজ্যোতি দেব, ADC মিনার্ভা দেবী, PWD Roads & Building সহ জল সিঞ্চন বিভাগের আধিকারিক, জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম নাথ, জেলা পরিবহণ বিভাগের আধিকারিক, রামকৃষ্ণনগর মণ্ডল সভাপতি বিশ্বতোষ সেন, সাধারণ সম্পাদক সন্দীপ দত্ত, রাতাবাড়ি জেলা পরিষদ সদস্য আশিষ নাথ, রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ, উপ-পৌরপতি হিমাংশু দেব প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button