Barak Valley

রামকৃষ্ণনগর সেবাশ্রম সংঘের শীতবস্ত্র বিতরণ

রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগরের রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ এ বছরও গরিবদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করল৷ মঙ্গলবার এলাকার ২০০ গরিব পুরুষ-মহিলার হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র৷ সেবাশ্রম সংঘের মন্দির প্রাঙ্গণে এদিন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী রামভদ্রানন্দজি মহারাজ বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা করেন৷

বক্তব্য রাখতে গিয়ে মহারাজ বলেন, আর্তের সেবাই ধর্ম৷ তাই বিশ্বব্যাপী বিভিন্ন কাজ করে থাকে মিশন৷ মানুষের বিপদ-আপদের সময় ওষুধ, চিকিৎসা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে মিশন হাজির থাকে সেবার জন্য৷ তিনি বলেন, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৬ বছর অতিক্রম হয়েগেছে৷ তাঁর দেখানো পথেই শিব জ্ঞানে জীব সেবা চলছে৷ মানুষের মধ্যে ভগবান রয়েছেন৷ এই জ্ঞানেই তাঁর সেবা পূজা হয়৷

তিনি বলেন, আমরা বিগ্রহে দেবতার পূজা করি৷ আমরা মসজিদ, গীর্জায় প্রার্থনা করি৷ কিন্তু ভগবান মানুষের হৃদয়ে আছেন৷ সেই জ্ঞান করে আমরা যখন পূজা বা সেবা করতে পারি, তবেই পূজা হয়ে যায়৷ আর এভাবেই ঈশ্বরের কৃপা প্রাপ্তি হয়ে যায়৷

এদিন বস্ত্র বিতরণের শেষ পর্যায়ে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের কর্মকর্তারাও দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন৷ উপস্থিত ছিলেন সেবাশ্রম সংঘের সভাপতি সত্যনারাযণ চৌধুরী, সভাপতি নির্মল রায়৷ করিমগঞ্জ মিশনে স্বেচ্ছাসেবকদের মধ্যে ছিলেন কিরণময় দাস, উত্তম ভট্টাচার্য ও সজল শুক্লবৈদ্য৷

Show More

Related Articles

Back to top button