Barak Valley
রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রে এক্স রে, সনোগ্রাফি!
রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক্স রে মেশিন, আল্টা সনোগ্রাফি মেশিন, অক্সিজেন প্ল্যান্ট-র অভাবে ধুঁকছে৷ রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের এলাকার রোগীদের মধ্যে অনেকেই বাইরে চিকিৎসার জন্য যেতে পারেন না৷ তাঁদের কাছে একমাত্র ভরসাস্থল রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র৷ এসব সমস্যার কথা জানিয়ে শুক্রবার স্থানীয় বিধায়ক বিজয় মালাকার স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্তকে একটি চিঠি দেন৷ মন্ত্রী মহন্ত সঙ্গে সঙ্গে জাতীয় স্বাস্থ্য মিশন, অসমের ডিরেক্টরকে এসব উপকরণ রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ব্যবস্থা করার নির্দেশ দেন৷ আশা করা হচ্ছে খুব শিগগিরই এসব উপকরণের ব্যবস্থা হবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিতে৷ আগামী পয়লা মার্চ রামকৃষ্ণনগরে প্রস্তাবিত মেডিক্যাল কলেজের শিলান্যাসে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷